সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দায়ের আদালত অবমাননার মামলার আজ শুনানি। ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন ওই মামলাটি দায়ের করেছে। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার তিন সদস্যের বেঞ্চে বেলা ১১টা নাগাদ শুনানি রয়েছে। সংগঠনটির বক্তব্য, গত ৩রা এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় নিয়ে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
Site Admin | July 21, 2025 11:38 AM
সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দায়ের আদালত অবমাননার মামলার আজ শুনানি
