সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেছে। আগামীকাল এই মামলার শুনানি।
এর আগে আদালতের নির্দেশমতো কেনো ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা নির্ধারিত সময় মিটিয়ে দেওয়া হল না তা নিয়ে দুই বিচারপতি সঞ্জয় কারল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ প্রশ্ন তোলেন। রাজ্য সরকারের আইনজীবীরা জানান, কর্মচারিদের ২৫ শতাংশ বকেয়া মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। তা’ জোগাড় করতে সময় লাগবে। মামলার শুনানির জন্য আরো এক সপ্তাহ সময় চাওয়া হলেও, শীর্ষ আদালত সেই আবেদনে সাড়া না দিয়ে শুনানি একদিন পিছিয়ে দেয়।