সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি বি আর গাভাই-এর বেঞ্চ এব্যাপারে রাজ্যে জরুরী ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছে, মূল মামলার সঙ্গেই আগামী ৯-ই সেপ্টেম্বর এই আবেদনের শুনানি গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্টএন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ দেন। পুরনো বিধি মেনে-২০১০ সালের আগে ৬৬-টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে আগের মতোই ৭ শতাংশ সংরক্ষণ বরাদ্দ রেখে ১৫ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য। সেই আবেদনই পিছিয়ে যাওয়ায় আপাতত হাইকোর্টের নির্দেশই বহাল রইল।
এদিকে, ও বি সি সংক্রান্ত মূল মামলায় সুপ্রিম কোর্ট স্হগিতাদেশ দেওয়া সত্ত্বেও কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ নির্দেশিকা জারি করায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রাজ্যকে আদালত অবমাননার মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। আগামী বৃহস্পতিবার বিষয়টির শুনানি হবে।