মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 29, 2024 9:37 PM

printer

সুপ্রিম কোর্টে আগামীকাল আর জি কর মামলার ফের শুনানি হবে

সুপ্রিম কোর্টে আগামীকাল আর জি কর মামলার ফের শুনানি হবে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির দিকে তাকিয়ে সব পক্ষ। ১৭’ই সেপ্টেম্বরের শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে CBI-এর রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছিলেন, তিনি বিচলিত।   এই শুনানির পর মুখ্যসচিবের সঙ্গে জুনিয়ার ডাক্তারদের বৈঠকের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের জন্য ১০ দফা নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। ২১শে সেপ্টেম্বর কর্ম বিরতি আংশিক তুলে নিয়ে জুনিয়ার ডাক্তাররা জরুরী বিভাগে কাজে যোগ দেন। আগামীকাল শীর্ষ আদালতে তদন্তের তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দেবে সি বি আই।

এদিকে, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ এখানে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। হাসপাতালের জরুরি বিভাগেও তিনি যান। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

    সিপিআইএম ও তাদের ছাত্র মহিলা ও যুব সংগঠন আজ ন্যায় বিচারের দাবিতে বারাসাত থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করে।