সুন্দরবনের নদী খাঁড়িতে তাল গাছের ডোঙা নিয়ে মাছ ধরতে যাওয়া প্রান্তিক মৎস্যজীবীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের অভিযোগ করেছে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম।দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে সংগঠনের নেতৃত্বকে গ্রেপ্তারও করা। আটক ডোঙা ফেরতের দাবিতে মৎস্যজীবীদের ওই বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে কুলতলী ও মৈপীঠ কোস্টাল থানার পুলিশ লাঠিচার্জ করে। সংগঠনের সম্পাদক মিলন দাস ও আন্দোলনের নেতৃত্বে থাকা, লীনা খাঁড়া, সনাতন মণ্ডল, দুধকুমার সরদার ও প্রসেনজিৎ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। যদিও রাতেই সকলকে ছেড়ে দেয় পুলিশ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আটক ডোঙা ফেরতের দাবি না মানা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
Site Admin | January 10, 2026 1:36 PM
সুন্দরবনের নদী খাঁড়িতে তাল গাছের ডোঙা নিয়ে মাছ ধরতে যাওয়া প্রান্তিক মৎস্যজীবীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের অভিযোগ করেছে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম