সুদানের আল-ফাশারে একটি আশ্রয় শিবিরে গতকাল ড্রোন হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আল-ফাশারের রেজিস্ট্যান্স কমিটি জানিয়েছে, আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস – আর এস এফ একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত দার আল-আরকাম শিবিরে দুটি ড্রোন হামলা চালিয়েছে এবং আটটি কামানের গোলা ছুঁড়েছে।
উল্লেখ্য, অভ্যন্তরীণ সংঘাতের জেরে বিপর্যস্ত সুদানে, আর এস এফ গত ১৭ মাস ধরে এল-ফাশার শহরকে চারদিক থেকে ঘিরে রেখেছে, দারফুর অঞ্চলে সুদানের সেনাবাহিনীর ঘাঁটি দখল করার চেষ্টা করছে তারা। শহরজুড়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চিকিৎসা সরবরাহ ক্রমশ কমছে। সুদানের পরিস্থিতিকে মানবসভ্যতার ইতিহাসে অন্যতম করুণ মানবিক সংকট বলে মনে করা হচ্ছে।