সুইত্জারল্যান্ডের ক্রান্স-মনটানায় মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় ভারত শোক প্রকাশ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সুইত্জারল্যান্ডের ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই কঠিন সময়ে ভারত সুইস সরকার এবং সেদেশের জনগণের পাশে রয়েছে।
আগেই জানানো হয়েছে, সুইজারল্যান্ডের আলপাইন স্কি রিসোর্টের ক্রান্স-মনটানার একটি বারে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণের পর বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হন ১১৫ জন। স্থানীয় প্রশাসন জনসাধারণকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ কম্যান্ডার ফ্রেডরিক গিসলার জানিয়েছেন, নিহত ও আহতদরে চিহ্নিত করার কাজ চলছে এবং তাদের পরিবরাবর্গকেও খবর দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের আদেশ দিলেও হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।
সুইস রাষ্ট্রপতি গায় পারমেলিন তার নববর্ষের ভাষণ বাতিল করেন এবং নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।