সুইজারল্যান্ডের ডাভোসে আগামীকাল থেকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ বৈঠক শুরু হচ্ছে। চলবে ২৩-শে জানুয়ারী পর্যন্ত। এই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। এদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ আন্তর্জাতিক সংগঠনের প্রধান এবং বহু জাতিক শিল্প সংস্হার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকেরা রয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীন, পাকিস্তান, ভারত সহ ৬৪-টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। অশ্বিনী বৈষ্ণব, প্রহ্লাদ যোশী এবং কে রামমোহন নাইডু সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার বেশ কয়েকজন এতে অংশগ্রহণ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকও করার কথা রয়েছে তাঁদের।
রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস, আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান ক্রিষ্টালিনা জর্জিয়েভা এবং বিশ্ব ব্যাঙ্কের প্রধান অজয় বাঙ্গাও এই বৈঠকে উপস্হিত থাকবেন বলে জানা গেছে। এই উপলক্ষে আজ থেকেই নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে।
অন্যদিকে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে তাদের নিজ নিজ রাজ্যকে তুলে ধরবেন। কর্ণাটক, উত্তর প্রদেশ, কেরালা এবং তেলেঙ্গানাসহ বিভিন্ন রাজ্য সরকারের প্যাভিলিয়নও সেখানে রয়েছে।
এদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) ২০২৬-এ যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে রওনা হয়েছেন। সঙ্গে রয়েছেন সে রাজ্যের শিল্পমন্ত্রী উদয় সামন্ত এবং ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা।