সিরিয়ার দামাস্কাসে মার ইলিয়াস চার্চে আত্মঘাতী বোমা বিস্ফোরণে, কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে ,আহত হয়েছেন অনেকে। গতকাল এক আত্মঘাতী বোমারু সিরিয়ার রাজধানীর ওই চার্চে উপাসনা চলাকালীন গুলি চালাতে শুরু করে, এরপরই সে বিস্ফোরণ ঘটায়। ডিসেম্বরে বাসার -আল -আসাদের নেতৃত্বাধীন সরকারের পতনের পর দামাস্কাসে এটাই প্রথম আত্মঘাতী বোমা হামলার ঘটনা।
অন্তর্বর্তী নিরাপত্তা দপ্তর জানিয়েছে এই ঘটনার পেছনে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে।