সিন্টারড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস উত্পাদনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ৭ হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে। এধরনের প্রথম উদ্যোগের লক্ষ্য হল দেশে ইন্টিগ্রেটেড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটের বার্ষিক উত্পাদন ৬ হাজার মেডট্রিক টনে নিয়ে যাওয়া। নতুন দিল্লীতে আজ সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক গাড়ি, পনর্নবীকরণযোগ্য শক্তি, মাহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রকল্প রেয়ার আর্থ অক্সাইডকে ধাতুতে, ধাতুকে অ্যালয় এবং অ্যালয়কে রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটে রূপান্তরিত করতে সহায়তা করবে।
দেশে বৈদ্যুতিক যানবাহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি শিল্পের জন্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন ভোগ্য পণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটের চাহিদা ২০৩০ এর মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। বর্তমানে আমদানির মাধ্যমে এই চাহিদা পূরণ করা হয়। এই উদ্যোগের ফলে বেশ প্রথম এই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে পারবে। এর ফলে কর্মসংস্থান তৈরি হবে স্বনির্ভরতা পারবে এবং ২০১৭ সালের মধ্যে নেট জিরো পৌঁছানোর জন্য দেশের প্রতিশ্রুতিও পালিত হবে।
কেন্দ্রীয় মন্ত্রী আরো জানান মন্ত্রিসভা এছাড়াও পুনে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদন করেছে। পুনে মেট্রোরেল এর এই দ্বিতীয় পর্যায়ে লাইন4 এবং লাইন 4Aএর অনুমোদন দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এই প্রকল্প তৈরিতে খরচ ধরা হয়েছে প্রায় ৯হাজার৮৫৭ কোটি টাকা।