সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন লক্ষ্য সেন এবং এইচএস প্রণয়। ২০২৪ প্যারিস অলিম্পিক সেমিফাইনালিস্ট লক্ষ্য সেন ২১-১৭, ২১-১৩ পয়েন্টে চাইনিজ তাইপের সু লি-ইয়াংকে হারিয়ে এবং প্রণয় ইন্দোনেশিয়ার ইয়োহানেস সাউত মার্সেলিনোকে ৬-২১, ২১-১২, ২১-১৭ পয়েন্টে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন।
অন্যদিকে প্রাক্তন বিশ্ব নম্বর ১ শ্রীকান্ত চাইনিজ তাইপের লি চিয়া-হাওকে ২১-১৯, ১৯-২১, ২১-১৫ পয়েন্টে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিন এ তার স্থান নিশ্চিত করেছেন।
Site Admin | November 20, 2025 9:36 AM
সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন লক্ষ্য সেন এবং এইচএস প্রণয়।