মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 20, 2025 9:36 AM

printer

সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন লক্ষ্য সেন এবং এইচএস প্রণয়।

সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন লক্ষ্য সেন এবং এইচএস প্রণয়। ২০২৪ প্যারিস অলিম্পিক সেমিফাইনালিস্ট লক্ষ্য সেন ২১-১৭, ২১-১৩ পয়েন্টে চাইনিজ তাইপের সু লি-ইয়াংকে হারিয়ে এবং প্রণয় ইন্দোনেশিয়ার ইয়োহানেস সাউত মার্সেলিনোকে ৬-২১, ২১-১২, ২১-১৭ পয়েন্টে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন।
অন্যদিকে প্রাক্তন বিশ্ব নম্বর ১ শ্রীকান্ত চাইনিজ তাইপের লি চিয়া-হাওকে ২১-১৯, ১৯-২১, ২১-১৫ পয়েন্টে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিন এ তার স্থান নিশ্চিত করেছেন।