মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 3, 2025 9:51 AM

printer

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত সন্ধ্যায় তিন দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত সন্ধ্যায় তিন দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। উভয় নেতার আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা। তাঁর এই সফরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লীতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী -এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতার মধ্যে বৈঠকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়। এর পাশাপাশি ফিনটেক, কৌশলগত বিকাশ, সুস্থায়িত্ব, স্বাস্থ্য সুরক্ষা ও যোগাযোগ সংক্রান্ত বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। এই বৈঠকে উভয় পক্ষ আলোচিত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করতে সহমত হয়েছেন।

উল্লেখ্য, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এমন সময় ভারতে এলেনযখন দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূরণ করছে। উভয় দেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।