সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং তিনদিনের ভারত সফরে আজ নতুন দিল্লি আসছেন। সফরকালে দুটি দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরিত হবে। দক্ষতা উন্নয়ন, ডিজিটাল বিবর্তন,অসামরিক বিমান পরিবহণ, জাহাজ চলাচল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাক্ষরিত হবে এই চুক্তি। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর উদযাপন করছে। গতবছর সেপ্টেম্বরে শ্রী মোদীর সিঙ্গাপুর সফর করেছিলেন।
Site Admin | September 2, 2025 9:48 AM
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং তিনদিনের ভারত সফরে আজ নতুন দিল্লি আসছেন।