সিকেল সেল রোগের ওষুধ তৈরির লক্ষ্যে, উপজাতি বিষয়ক মন্ত্রক এইমস দিল্লীর সঙ্গে যৌথ ভাবে এক প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। ভারতের উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলির অধিবাসীরা সিকেল সেল রোগে বেশি আক্রান্ত। এজন্য ১০ কোটি টাকা অনুদান দেওয়া হবে। বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে নতুন দিল্লীর এইমসে আজ এই ঘোষণা করেন। ২০৪৭ সালের মধ্যে দেশ থেকে সিকেল সেল দূরীকরণে সরকার সবরকম চেষ্টা করছে বলে জানান মন্ত্রী।
Site Admin | June 19, 2025 9:48 PM
সিকেল সেল রোগের ওষুধ তৈরির লক্ষ্যে, উপজাতি বিষয়ক মন্ত্রক এইমস দিল্লীর সঙ্গে যৌথ ভাবে এক প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে।
