সিকিমে আগামীকাল থেকে শুরু হতে চলা কৈলাস মানস সরবর যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। রাজ্যপাল ও, প্রকাশ মাথুর আগামীকাল সকালে পতাকা নাড়িয়ে যাত্রা শুরুর সঙ্কেত দেবেন। প্রথম দলে রয়েছেন বিদেশ মন্ত্রকের দুই আধিকারিক সহ ৩৬ জন পূন্যার্থী। আকাশবানীর সংবাদদাতা জানাচ্ছেন, যাত্রা সম্পূর্ন করতে প্রতিটি দলের ১০ থেকে ১১ দিন সময় লাগবে। এ বছর নাথুলা দিয়ে মোট দশটি দল মানস সরোবর যাত্রা করবে। ৫ বছর বন্ধ থাকার চলতি বছরে ফের শুরু হয়েছে। পুন্যার্থীদের যাবতীয় সুবিধায় এবং যাত্রা নির্বিঘ্নে রাখতে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় আটকে পড়া ব্যক্তিদের দ্রুত নামিয়ে আনতে বা যে কোনো জরুরী অবস্থা সামাল দিতে একটি বিসেষ হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে, গত শুক্রবার চেতান থেকে আটকে পড়া পর্যটকদের বিমানে উদ্ধার করা হয়েছে।
এদিকে, রাতভর টানা ভারী বৃষ্টিতে সিকিম ও পশ্চিমবঙ্গের সংযোগকারী গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়কের দুটি জায়গায় ধ্বস নেমেছে। মূলত মল্লি ও লিখুভীর সংলগ্ন এলাকায় ধসের কারণে রাস্তার ওপর বড় পাথর ও মাটি পড়ে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত স্তব্ধ। নামচি-জোরথাং রোডেও ধ্বসের জেরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল।