সারা রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই গতকালের থেকে কিছুটা বেশি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২২.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক ১ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্টি অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। তবে, এর কোন প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে পড়বে না । কিন্তু বায়ু স্তরের নিম্নভাগে উত্তর-পশ্চিম ও উত্তরে বাতাসের প্রবাহ বেশি থাকায় আগামী ৭ দিন রাজ্যে শুষ্ক ও শীতল আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নূন্যতম তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঘন কুয়াশার সর্তকতা দেয়া হয়েছে। এরফলে কমতে পারে দৃশ্যমানতা।