January 17, 2026 4:44 PM

printer

সারা রাজ্যেই রয়েছে শীতের আমেজ।

সারা রাজ্যেই রয়েছে শীতের আমেজ। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯ তারিখ থেকে দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডঃ সৌরিশ বন্দোপাধ্যায় জানিয়েছেন। আজ দক্ষিণবঙ্গে সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বাঁকুড়া ও কল্যাণীতে ৯.৫° সেলসিয়াস। উত্তরবঙ্গের কোচবিহারে সব থেকে কম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং পাহাড়ি এলাকায় আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩.৫° সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনা জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল।