মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 1, 2025 8:13 PM

printer

সারা দেশে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল EBP-20 ব্যবহার চালু করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ আবেদন আজ সুপ্রীম কোর্ট খারিজ করে দিয়েছে।

সারা দেশে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল EBP-20 ব্যবহার চালু করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ আবেদন আজ সুপ্রীম কোর্ট খারিজ করে দিয়েছে। আবেদনকারীর দাবী, এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ গাড়ীর মালিক তাদের যানবাহনের জন্য উপযুক্ত নয় এমন জ্বালানী ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। দেশের জ্বালানী স্টেশনগুলিতে ইথানল মুক্ত পেট্রোলের সরবরাহ সুনিশ্চিত করার বিষয়ে দিক নির্দেশিকা স্থির করার জন্য যে দাবী জানানো হয়েছিল প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চ, তা খারিজ করে দেন।

এদিকে, E20 জ্বালানী, আখচাষীদের জন্য লাভজনক হবে বলে জানিয়ে কেন্দ্র, এই আবেদনের বিরোধিতা করে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।