সারা দেশে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভীড় কমাতে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। আজ পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দেশের একশো শতাংশ বুথে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা করা হবে। কোনো বুথেই যাতে বারোশোর বেশি ভোটার না থাকেন, তার ব্যবস্থাও করা হচ্ছে। এরফলে, ভোটদাতাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার প্রয়োজন হবে না। ভোট গণনার প্রসঙ্গে তিনি জানান, কোনো ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের দেওয়া 17 C-র তথ্য EVM- এর গণনার সঙ্গে না মিললে পুনর্গণনা করা হবে বলে , তিনি জানান। এছাড়া, EVM এর ভোটগণনার শেষ দু’রাউন্ডের আগে পোস্টাল ব্যালট গণনা করা হবে বলে তিনি জানান।
Site Admin | October 5, 2025 7:02 PM
সারা দেশে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভীড় কমাতে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন।