November 26, 2025 8:33 AM

printer

সারাদেশের সঙ্গে এই রাজ্যেও বাঘ শুমারির কাজ শুরুতে যাচ্ছে।

সারাদেশের সঙ্গে এই রাজ্যেও বাঘ শুমারির কাজ শুরুতে যাচ্ছে। এই উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অধীন সুন্দরবনে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। এবার গণনার কাজে ১৬০ জোড়া ক্যামেরা ব্যবহার করা হবে।

এরমধ্যে মাতলা রেঞ্জে – ২০ জোড়া, রায়দীঘি ও রামগঙ্গা রেঞ্জে থাকছে- ৭০ জোড়া করে।

ক্যামেরা বসানো হবে ৩০ শে নভেম্বর পর্যন্ত। মাতলায় একটি, রায়দীঘি এবং রামগঙ্গা রেঞ্জে ৪ টি করে দল এই কাজে নিযুক্ত হয়েছেন। ৪৫ দিন ধরে চলবে ছবি তোলার কাজ। এরপর বিশেষজ্ঞদের মাধ্যমে অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে সেগুলি বিশ্লেষণ করে ভারত সরকার দেশে বাঘের মোট সংখ্যার পূর্ণ তালিকা প্রকাশ করবেন।