October 27, 2025 10:34 AM

printer

সামুদ্রিক ঘূর্ণিঝড় মনথা দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে।

সামুদ্রিক ঘূর্ণিঝড় মনথা দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। গতরাতেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়।  ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে।  শেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী তা বিশাখাপত্তনম থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং গোপালপুর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আগামীকাল সকালের মধ্যে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সন্ধ্যের মধ্যে অন্ধ্র উপকূলের মাছলিপাত্তানাম এবং কলিঙ্গপত্তনামের মধ্য দিয়ে স্থল ভাগ অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই সময় এর  গতিবেগ ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে।

      প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। ছটি NDRF এবং তেরোটি SDRF দল মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর হেলিকপ্টার ও চৌদ্দটি উদ্ধারকারী নৌকা প্রস্তুত রাখা হয়েছে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য। প্রতিটি জেলায় বরিষ্ঠ IAS আধিকারিকদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে । চালু হয়েছে টোল-ফ্রি নম্বর সহ বিশেষ কন্ট্রোল রুম।

ওড়িশার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পুজারি গতকাল এক উচ্চপর্যায়ের বৈঠকে ঘূর্ণিঝড় ‘মোন্থা’-র মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি পর্যালোচনা করেন। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে তিনি জানান, দক্ষিণ ওড়িশার আটটি জেলা—মালকানগিরি, কোরাপুট, রায়গাড়া, গঞ্জাম, গজপতি, কন্ধমাল, কালাহান্ডি এবং নবরঙ্গপুর—সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই জেলাগুলিকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী আরও জানান, রাজ্যের ৩০টি জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।