মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2025 9:33 PM

printer

 সামুদ্রিক ঘুর্নিঝড় কাজিকি আরও তীব্র হয়ে ওঠায় ভিয়েতনাম এবং চীনা কর্তৃপক্ষ জরুরীকালীন প্রস্তুতি শুরু করেছে।

 সামুদ্রিক ঘুর্নিঝড় কাজিকি আরও তীব্র হয়ে ওঠায় ভিয়েতনাম এবং চীনা কর্তৃপক্ষ জরুরীকালীন প্রস্তুতি শুরু করেছে। ভিয়েতনাম মধ্যাঞ্চলের দানাং, থাং হুয়া, কোয়াং ট্রি-র প্রায় ৬ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। উপকূলবর্তী সাতটি প্রদেশের জাহাজ এবং নৌকোকে তীরে নিয়ে আসার জন্য বলা হয়েছে। আগামীকাল ভোর নাগাদ ভিয়েতনামের স্থলভাগে এই সামুদ্রিক ঘূর্নিঝড় আছড়ে পড়ার কথা। চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভিয়েতনাম অভিমুখে যাওয়ার আগে এই প্রবল সামুদ্রিক ঘূর্নিঝড় দক্ষিনী হাইনান দ্বীপের ওপর দিয়ে প্রবাহিত হবে। বাতাসের গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার হতে পারে। বিপদের আশঙ্কায় চীন পর্যটন স্থল এবং গণ পরিবহণ বন্ধ রেখেছে। ভিয়েতনাম এয়ার লাইন্স এবং ভিয়েত জেট বহু উড়ান বাতিল করেছে। থাইল্যান্ড এবং লাওসও প্রবল বর্ষন এবং বন্যার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে।