সামাজিক সুরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতিতে ভারত ২০২৫ সালে সামাজিক নিরাপত্তা পুরস্কার পাচ্ছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে সামাজিক নিরাপত্তার ৬৪ শতাংশ মানুষের ক্ষেত্রে প্রসারিত হয়েছে।
মন্ত্রী এই সাংবাদিক সম্মেলনে সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্য শ্রমশক্তি নীতি-২০২৫-এর খসড়া প্রকাশ করেন। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পুরণের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে একটি অবাধ, অন্তর্ভূক্ত কাজের পরিবেশ গড়ে তুলতে এই নীতি তৈরি করা হয়েছে।