সামাজিক নিরাপত্তায় অসাধারণ সাফল্যের জন্য ভারতকে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সামাজিক নিরাপত্তা সংস্থা -ISSAর প্রদান করা হয়েছে। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ISSA বিশ্ব সামাজিক নিরাপত্তা ফোরামে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই পুরষ্কার গ্রহণ করেন। পুরষ্কার গ্রহণের পর ডক্টর মান্ডভিয়া বলেন, এই পুরষ্কার দেশের প্রতিটি নাগরিকের জন্য সামাজিক কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার প্রমাণ। ই-শ্রম পোর্টালের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন যে, দেশে সামাজিক নিরাপত্তা ক্ষেত্রকে খুব দ্রুত সম্প্রসারিত করা হচ্ছে। ২০১৫ সালে ১৯ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৬৪ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। এরফলে ৯৪ কোটিরও বেশি নাগরিককে এর আওতায় আনা সম্ভব হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে যে, ISSA সরকারের রূপান্তরমূলক ই-শ্রম পোর্টাল উদ্যোগের প্রশংসা করেছে। গত চার বছরে অসংগঠিত ক্ষেত্রের ৩০ কোটিরও বেশি জনের নাম নিবন্ধভূক্ত করার হয়েছে। এতে বলা হয়েছে যে এই পুরষ্কার বিশ্বব্যাপী সামাজিক সুরক্ষা ব্যবস্থায় দেশের ব্যতিক্রমী অগ্রগতির স্বীকৃতি।