মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 26, 2025 9:59 PM

printer

সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দামের কৃত্রিম ওঠানামা নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় সরকার গমের মজুতদারীর নতুন সীমা বেঁধে দিয়েছে।

সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দামের কৃত্রিম ওঠানামা নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় সরকার গমের মজুতদারীর নতুন সীমা বেঁধে দিয়েছে। এই সীমা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত পাইকারি ও খুচরো বিক্রেতা, মজুতদার ও সরবরাহকারীদের উপর প্রযোজ্য হবে। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গনবণ্টন মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী  মজুতদার ও পাইকারি বিক্রেতারা আগের তিন হাজার মেট্রিক টনের পরিবর্তে সর্বোচ্চ ২ হাজার  মেট্রিক টন গম মজুত করতে পারবেন। খুচরো বিক্রেতাদের জন্য গম মজুতের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৮ মেট্রিক টন।সমস্ত বিক্রেতাকে প্রতি শুক্রবার  গমের মজুদ ভান্ডার সংক্রান্ত সর্বশেষ তথ্য পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। 

       উৎসবের মরশুমের  আগে গমের দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই এই মজুতের উর্ধ্বসীমা  বেঁধে দেওয়া হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। যা আগামী বছরের ৩১ মার্চ  পর্যন্ত  কার্যকর থাকবে । মন্ত্রক আরও  জানিয়েছে, ২০২৪-২৫ কৃষিবর্ষে  দেশে  ১৭৫ লাখ টন গম উৎপাদিত হয়েছে । কেন্দ্রীয় সরকার  ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ও রাজ্যগুলির  মাধ্যমে ২০২৫-২৬ রবি মরশুমে ৩০০ লক্ষ টনের বেশি গম সংগ্রহ করেছে,  যা চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।