সাব জুনিয়র অনূর্ধ্ব ১৫ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ আগামী বৃহস্পতিবার গ্রেটার নয়ডাতে শুরু হবে। ৪০০ বালক ও৩০০ বালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা চলবে ১৩ ই আগষ্ট পর্যন্ত। আজ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে এই ঘোষণা করা হয়েছে।১৫ টি ওজন বিভাগে এবারের চ্যাম্পিয়নশিপ হবে। বিশ্ব বক্সিং এর নিয়ম অনুযায়ী খেলা হবে।
গতবার ছেলেদের বিভাগে চন্ডিগড়, মেয়েদের বিভাগে হরিয়ানা চ্যাম্পিয়ন হয়েছিলো।