সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে জানিয়েছে। তারা বলেছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে যেহারে এই হিংসা বৃদ্ধি পাচ্ছে তাতে প্রমাণিত সেদেশের অন্তর্বর্তী সরকার মৌলিক মানবাধিকার রক্ষায় ব্যর্থ। হিউম্যান রাইটস ওয়াচের ১৪ই জানুয়ারির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মহিলা ও সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি উদ্বেগজনক।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বর মাসে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা অভিযোগে হত্যা করা হয় । এছাড়াও হিন্দুদের ওপর অন্তত ৫১টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে ১০ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের ধর্মীয় সংখ্যালঘুরা এখনও নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ।
রাজনীতিতে বাংলাদেশের নারীদের অংশগ্রহণের গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও এখন মেয়রা নির্বাচনী রাজনীতি থেকে ব্যাপকভাবে বাদ পড়ছেন। নির্বাচনে অংশগ্রহণকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলে কোনো মহিলা প্রার্থী নেই, আর জামাত-এ-ইসলামী তাদের ২৭৬ জন প্রার্থীর মধ্যে একজন মহিলাকে মনোনীত করেনি।