সাতজন বাংলাদেশী অবৈধভাবে ভারতে ঢোকার সময় তাঁদের Border Guard Bangladesh – BGB আটক করেছে। BGB-র আটান্ন নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহ জেলায় মহেশপুরে চারজন মহিলা এবং তিনজন পুরুষ বিকেলে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল। আটক মহিলাদের যশোরে ন্যায় বিচার কেন্দ্রে পাঠানো হয়েছে। পুরুষদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
Site Admin | November 15, 2025 9:43 PM
সাতজন বাংলাদেশী অবৈধভাবে ভারতে ঢোকার সময় তাঁদের Border Guard Bangladesh – BGB আটক করেছে।