মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

January 7, 2025 6:49 PM

printer

সাগর মেলাকে কেন্দ্র করে জল পথে যাতে কোন রকম অনুপ্রবেশ না ঘটতে পারে সেজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী,  সংশ্লিষ্ট সকল দপ্তরকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন

সাগর মেলাকে কেন্দ্র করে জল পথে যাতে কোন রকম অনুপ্রবেশ না ঘটতে পারে সেজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী,  সংশ্লিষ্ট সকল দপ্তরকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখে কলকাতা ফেরার আগে সাগর হ্যালিপাডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ১৫৩ কোটি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উপকূল বাহিনীকে এই বিষয়ে অতিরিক্ত সজাগ থাকতে হবে। প্রকল্প উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানান, আজ চালু হওয়া ৩০টি প্রকল্পের মাধ্যমে ১৯ লক্ষ মানুষ উপকৃত হবেন। যার মধ্যে রয়েছে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তা, সেতু ও নতুন জেটি ঘাট নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প। মেলায় বিভিন্ন ভাষাভাষির মানুষের সুবিধার্থে একাধিক ভাষার পাবলিক অ্যাড্রেসাল সিস্টেমের বন্দোবস্ত করা হয়েছে।  মেলায় আসা তীর্থযাত্রীদের প্রসাদ ও অন্য প্রয়োজনীয় জিনিস বহন করতে জৈব পদার্থে তৈরি ব্যাগ বিনামূল্যে সরকার থেকে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেন।