June 30, 2025 7:22 PM

printer

সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে।

সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে।

শীর্ষ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সত্যম সিং নামে এক আইনজীবী। নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত শেষ করার পাশাপাশি নির্যাতিতার নিরাপত্তা এবং তাকে আর্থিক সহায়তা দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।  

অন্যদিকে, এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের  ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজয়  কুমার সিংঘল নামে এক ব্যক্তি। ধর্ষণের তদন্তে গঠিত সিটের চেয়ারম্যান হিসাবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখা ছাড়াও অনুমোদন ব্যতীত কিভাবে এই কলেজ চলছিল এবং কলেজে ভর্তির ফি-তে ইউনিয়নের চাঁদা কিভাবে নেওয়া হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। একই বেঞ্চে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।  

একই সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজ সহ রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে অবৈধ ছাত্র ইউনিয়ন রুম বন্ধের দাবিতে এবং ইউনিয়নের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জি।

এদিকে, আইনী পড়ুয়ার কলেজ ক্যাম্পাসে ধর্ষণের প্রতিবাদে আগামী দোসরা জুলাই কালীঘাট থেকে কসবা পর্যন্ত মিছিল করার জন্য পুলিশের কাছে আবেদন জানায় বিজেপি যুব মোর্চা। তা না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা।  বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আগামীকাল এই মামলার শুনানি হতে পারে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।