মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 2, 2025 1:39 PM

printer

সাউথ ক্যালকাটা ল’ কলেজে ধর্ষণ কান্ডে জড়িত চার অভিযুক্তকে গতকাল ফের আলিপুর আদালতে পেশ করা হয়

সাউথ ক্যালকাটা ল’ কলেজে গত ২৫শে জুন রাতে আইনী পড়ুয়াকে  ধর্ষণ কান্ডে জড়িত চার অভিযুক্তকে চারদিনের পুলিশ হেফাজত শেষে গতকাল ফের আলিপুর  আদালতে পেশ করা হয়।  আদালত মনোজিত মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও  জাইব আহমেদ-কে আটই জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেয়।  অন্যদিকে নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দোপাধ্যায়কে   চৌঠা জুলাই পর্যন্ত পুলিশি হেপাজতে পাঠানো হয়েছে  

এদিকে কসবার ঐ ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্র এবং দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই  ঘটনার পর গতকাল  কলেজের  গভর্নিং  বডি বা জিবির প্রথম   বৈঠক  বসে।

পরিচালন কমিটির সভাপতি ও তৃণমূল কংগ্রেস  বিধায়ক অশোক দেব বৈঠকের পর  

আশ্বাস দেন  যত দ্রুত সম্ভব কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

অন্যদিকে পাশ করার পাঁচ বছরের মধ্যে কলেজ ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের  ছাত্র সংসদ। দক্ষিণ কলকাতার কসবাকান্ডের প্রেক্ষিতে ছাত্র সংসদের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতি ছাড়া পাশ করার পাঁচ বছরের মধ্যে প্রাক্তনীদের কলেজের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো বা যোগদানের অনুমতি দেওয়া হবে না। এই নির্দেশিকা গতকাল  থেকেই  কার্যকর হয়েছে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।