সাউথ ক্যালকাটা ল’ কলেজে গত ২৫শে জুন রাতে এক আইনী পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্র এবং দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ঘটনার পর আজ কলেজে প্রথম জেনারাল বডি বা জিবি বৈঠক বসে। পরিচালন কমিটির সভাপতি ও তৃণমূল কংগ্রেস বিধায়ক অশোক দেব বৈঠকের পর জানান, ঘটনায় অভিযুক্ত অস্থায়ী কর্মী এবং দুই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আশ্বাস দেন যত দ্রুত সম্ভব কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পঠনপাঠন বন্ধ থাকলেও, যেহেতু ভর্তি প্রক্রিয়া চলছে, তাই খোলা থাকবে অফিস। নির্যাতিতার পরিবার চাইলে চিকিৎসা সংক্রান্ত সবরকম সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গতকাল উচ্চ শিক্ষা দপ্তর অভিযুক্তদের বহিষ্কার সহ সাত দফা নির্দেশিকা জারি করে।কলেজ কর্তৃপক্ষকেও অবিলম্বে পরিচালন সমিতির বৈঠক ডাকার নির্দেশ দিয়েছিল উচ্চ শিক্ষা দপ্তর
Site Admin | July 1, 2025 7:14 PM
সাউথ ক্যালকাটা ল’ কলেজে গত ২৫শে জুন রাতে এক আইনী পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্র এবং দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।