July 3, 2025 10:12 PM

printer

সাউথ ক্যালকাটা ল’ কলেজে ইউনিয়ান রুমে ছাত্রীর গণধর্ষণের ঘটনার পর, রাজ্যের সব কলেজ-বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখতে উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সাউথ ক্যালকাটা ল’ কলেজে ইউনিয়ান রুমে ছাত্রীর গণধর্ষণের ঘটনার পর, রাজ্যের সব কলেজ-বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখতে উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চের নির্দেশ, কলেজ কর্তৃপক্ষ এব্যাপারে নজরদারি চালাবে। কোনো রকম বিনোদনের জন্য ওই ঘর ব্যবহার করা যাবে না। জরুরি কোনো প্রয়োজন হলে বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে যথাযথ কারণ জানিয়ে লিখিত আবেদন করতে হবে।

 উল্লেখ্য, আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব কলেজে ইউনিয়ন রুম বন্ধের আবেদন জানিয়ে মামলা দায়ের করেছেন। এর আগে উচ্চ শিক্ষা দপ্তর আগের একটি মামলায় হলফনামা দিয়ে আদালতে জানায়, রাজ্যের কোনো কলেজে ছাত্র সংসদ  নির্বাচন হয়নি এবং স্টুডেন্ট কাউন্সিল’ও নেই। সেক্ষেত্রে কলেজে ইউনিয়ন রুম খোলা থাকার কোনো প্রয়োজন নেই।

    অন্যদিকে অপর একটি মামলায়, ছাত্র সংসদের নির্বাচন নিয়ে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ জুলাই মধ্যে হলফনামা দিয়ে নির্বাচনের বিষয়ে রাজ্যের কি অবস্থান তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ঐ একই বেঞ্চে আগামী ১৭’ই জুলাই ফের শুনানি। রাজ্যের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থান জানাতে কিছুটা সময় চেয়ে নেন।