ভারতের টেলি যোগাযোগ নিয়ন্ত্রনকারী সংস্থা ট্রাই সাইবার কারচুপি ও অর্থনৈতিক প্রতারণার উত্তোরোত্তর বৃদ্ধিতে সাধারণ মানুষের জন্য একটি বিধিমূলক সতর্কতা প্রকাশ করেছে। ট্রাই জানাচ্ছে, প্রতারকরা ট্রাই বা অন্য আইন প্রণয়নকারী সংস্থাগুলোর কর্মকর্তার ছদ্মবেশে টেলিকম বা অর্থনৈতিক নিয়মকানুন ভাঙা বা অন্য অপরাধমূলক কাজের মিথ্যা অভিযোগ আনছে সাধারণ মানুষের বিরুদ্ধে। তারপর তাঁদের ভয় দেখিয়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ভুয়ো গ্রেফতারির আওতায় রাখা হচ্ছে।
ট্রাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মোবাইল ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারেও কখনও গ্রাহকদের ফোন করে না। কোনও এজেন্সির মাধ্যমেও এই ধরণের ফোন করানো হয় না বলেও নিশ্চিত করেছে ট্রাই এবং এই ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।