মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 28, 2025 1:08 PM

printer

সাইক্লোন মন্থার প্রভাবে যেকোনো ধরনের পরিস্থিতি মোবাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন

অন্ধ্রপ্রদেশে সাইক্লোন মন্থার প্রভাবে যেকোনো ধরনের পরিস্থিতি মোবাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে টেলিফোনে কথা বলে এই আশ্বাস দেন।

এদিকে, মুখ্যমন্ত্রী শ্রী নাইডু ব্যক্তিগতভাবে সাইক্লোন পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং তিনি রাজ্যের আধিকারিকদের স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষকে সাইক্লোনের গতি প্রকৃতির বিষয় জানানোর জন্য প্রতি ঘন্টায় আবহাওয়ার বুলেটিন প্রকাশ করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও অন্যান্য কাজের জন্য একটি ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সাইক্লোন মন্থা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর ফলে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইছে এবং প্রবল বর্ষণ শুরু হয়েছে। আজই গভীর রাতে এই ঘূর্ণঝড়টি মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে কাঁকিনাড়ার কাছে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।