সাংহাই সহযোগিতা সংগঠনের নেতাদের শীর্ষ সম্মেলনে চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার কড়া নিন্দা করেছেন। এক চীনা সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে পুতিন বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এবং চীন উভয় দেশই বৈষম্যমূলক এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে। তিনি আগামী বুধবার পর্যন্ত চারদিনের সফরে চীনে যাচ্ছেন। সেখানে প্রথমে পুতিন তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংগঠনের দুদিনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এরপর যাবেন বেজিংয়ে। সেখানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা।
এছাড়াও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণে আয়োজিত সেনা প্যারেডে তিনি উপস্থিত থাকবেন।