December 30, 2025 10:43 AM

printer

সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসুচিতে যোগ দিতে শীর্ষ বিজেপি নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে পশ্চিমবঙ্গে।

সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসুচিতে যোগ দিতে শীর্ষ বিজেপি নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে পশ্চিমবঙ্গে। আজ এবং আগামীকাল রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। গতকাল কলকাতা পৌঁছে সল্টলেকে বিজেপির দফতরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রী শাহ।

উল্লেখ্য, তিনদিনের সফরে গতকালই তিনি এরাজ্যে এসে পৌঁছন। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।