December 15, 2025 7:30 PM

printer

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গণে, বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে গন্ডগোল ও ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গণে, বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে গন্ডগোল ও ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি, অন্যটি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং আরেকটি আইনজীবী মৈনাক ঘোষাল।
 
বিরোধী দলনেতার আইনজীবী বিল্বদল ভট্টাচার্য, ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের করেছেন। অন্যদিকে, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে যে তদন্ত কমিটি গঠন করেছে, তার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। এব্যাপারে আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।
 
আরেকটি জনস্বার্থ মামলায় আইনজীবী মৈনাক ঘোষাল, যেহেতু এক্ষেত্রে আর্থিক তছরূপ হয়েছে, তাই ইডি ও সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন জানিয়েছেন। এছাড়া, দর্শকদের টাকা ফেরত এবং আয়োজক সংস্থাকে স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি সংক্রান্ত টাকা দেবার’ও দাবী জানিয়েছেন।