লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভাড়িয়া থেকে মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন এবং লৌহমানবের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একতা দিবস কুচকাওয়াজেও অংশ নেবেন তিনি। বর্ণাঢ্য এই ঐক্য কুচকাওয়াজে এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তাকেই তুলে ধরা হবে। জাতীয় ঐক্য, অখণ্ডতা এবং সুরক্ষার ভাবনাকে শক্তিশালী করে তোলার জন্য আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশবাসীকে নিজ সংস্কৃতির প্রতি গর্ববোধ করতে উৎসাহী হবেন। এই বছরের অনুষ্ঠানে ভারতের নিরাপত্তা বাহিনীর শক্তি, শৃঙ্খলা এবং সাহসকে উপস্থাপিত করার পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আসাম, ত্রিপুরা, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, কেরালা এবং অন্ধ্রপ্রদেশের রাজ্য পুলিশ ছাড়া বিভিন্ন কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যরা এবং জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী NCCর সদস্যরা অনুষ্ঠানে যোগ দেবেন।
পদযাত্রার পাশাপাশি, বিভিন্ন জেলা জুড়ে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। এর মধ্যে থাকছে জলাশয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, “সর্দার উপবন” উদ্যোগের আওতায় বৃক্ষরোপণ অভিযান, নারী কল্যাণ শিবির, যোগব্যায়াম ও স্বাস্থ্য শিবির এবং “ভোকাল ফর লোকাল”-এর পক্ষে প্রচার । এর পর ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর, গুজরাটে সর্দার প্যাটেলের জন্মস্থান করমসাদ থেকে কেভাদিয়ার স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত ১৫২ কিলোমিটার জুড়ে এনএসএস, এনসিসি ক্যাডেট এবং যুব সম্প্রদায় বিভিন্ন গ্রামে উন্নয়নমূলক কর্মসূচীতে যোগ দেবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পাটনায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে জানান, প্রতিটি রাজ্য, জেলা, স্কুল ও বিশ্ববিদ্যালয়ে এই একতা দৌড়ের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি তিনিও প্রত্যেক নাগরিক যাতে এই দৌড়ে সামিল হন, তাঁর জন্য সকলের কাছে আর্জি জানান।
অমিত শাহ ওই সাংবাদিক সম্মেলনে আরও জানান, ভগবান বিরসা মুনডার জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী পয়লা নভেম্বর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত ভারত পর্বের আয়োজন করা হবে। শেষ দিন অর্থাৎ ১৫ ই নভেম্বর হবে জন জাতীয় গৌরব দিবস। এতে আদিবাসী সংস্কৃতি, পোশাক আশাক, খাবার ও সঙ্গীতের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
 
									 
		 
									 
									 
									