উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে উপরাষ্ট্রপতি বলেছেন যে, সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলোর একত্রীকরণ এবং অল ইন্ডিয়া সার্ভিসের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার মাধ্যমে তিনি দেশের ঐক্য ও প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করেছিলেন। তাঁকে ভারতের লৌহমানব হিসেবে বর্ণনা করে শ্রী রাধাকৃষ্ণন বলেন, প্যাটেলের নেতৃত্ব ভাষাগত, সাংস্কৃতিক এবং আঞ্চলিক বৈচিত্র্যে পরিপূর্ণ একটি জাতিকে একত্রিত করার মতো দুরূহ কাজের মোকাবিলা করেছিল। শ্রী রাধাকৃষ্ণন বলেন যে, তাঁর স্থায়ী উত্তরাধিকার ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ধারণাকে অনুপ্রাণিত করে চলেছে এবং একটি উন্নত ভারতের পথে যাত্রায় জাতিকে পথ দেখাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেলের ৭৫-তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজকের দিনটি আত্মনির্ভর ভারতের লক্ষে অনুপ্রেরণা গ্রহণ করার বিশেষ সুযোগ। তিনি বলেন, সর্দার প্যাটেল রাষ্ট্রীয় একতার যে চিন্তাভাবনার জন্ম দিয়েছিলেন, তা বিকশিত ভারতের দিকে শক্তি যোগাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী বলেন, ভারত স্বাধীন হওয়ার পর অনেক খন্ডে বিভক্ত ছিল। যেগুলিকে একত্রে করে একটি শক্তিশালী ভারতের ভিত্তিস্হাপন করেন সর্দার প্যাটেল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, আধুনিক ভারতের অন্যতম স্থপতি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল।