সরকার International Big Cat Alliance ও তাদের প্রতিনিধি-আধিকারিকদের কুটনৈতিক সুরক্ষা ও সুবিধা দিতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ১৯৪৭ সালের রাষ্ট্র সংঘ সুবিধা ও সুরক্ষা আইন অনুসারে এই ব্যবস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোষ্টে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব জানিয়েছেন, ব্যাঘ্র প্রজাতির প্রাণীদের সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে ভারতের বরাবরের অবস্থান এতে প্রতিফলিত হয়েছে। বিশ্বের পরিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে ব্যাঘ্র প্রজাতির প্রাণী সংরক্ষণের একটি ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। এই কূটনৈতিক সুরক্ষা ও সুবিধা প্রদানের ফলে আন্তর্জাতিক সংগঠনটির পক্ষে এক্ষেত্রে আমাদের দেশে কাজের সুরাহা হবে।
Site Admin | August 22, 2025 4:55 PM
সরকার International Big Cat Alliance ও তাদের প্রতিনিধি-আধিকারিকদের কুটনৈতিক সুরক্ষা ও সুবিধা দিতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
