সরকার ৪৪ হাজার ৭০০ কোটি টাকার দুটি প্রধান জাহাজ নির্মাণ উদ্যোগ, জাহাজ নির্মাণ আর্থিক সহায়তা প্রকল্প ও জাহাজ নির্মাণ উন্নয়ন প্রকল্পের জন্য পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। এর লক্ষ্য, ভারতের অভ্যন্তরীণ জাহাজ নির্মাণ ক্ষমতা শক্তিশালী করা বিশ্বের দরবারে প্রতিযোগিতা মূলক ক্ষেত্রে অংশগ্রহণ। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, এই নির্দেশিকা একটি স্থায়ী ও স্বচ্ছ পরিকাঠামো তৈরি করে দেশের অভ্যন্তরীণ জাহাজ চলাচলকে পুনরুজ্জীবিত করে তুলবে। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের জাহাজ নির্মাণ ক্ষেত্রে সিদ্ধান্তমূলক নীতির পুনর্গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। বিকশিত ভারত ও আত্মানির্ভর ভারত তৈরির লক্ষ্যে ভারত উত্তরোত্তর সামুদ্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে।
Site Admin | December 28, 2025 8:54 AM
সরকার ৪৪ হাজার ৭০০ কোটি টাকার দুটি প্রধান জাহাজ নির্মাণ উদ্যোগ, জাহাজ নির্মাণ আর্থিক সহায়তা প্রকল্প ও জাহাজ নির্মাণ উন্নয়ন প্রকল্পের জন্য পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।