সরকার, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি ভিডিও ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ওই ভিডিওয় দেখা গেছে দৈনিক অর্থপ্রাপ্তির প্রতিশ্রুতি দেওয়ার একটি বিনিয়োগ কর্মসূচী শ্রীমতি সীতারামন প্রচার করছেন। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট এই দাবীকে সম্পূর্ণ ভুয়ো বলে উল্লেখ করে একে ডিজিটালি বিকৃত বলে উল্লেখ করেছে। এতে আরো বলা হয়েছে, সরকার এ ধরনের কোনো ভিডিও চালু বা ঘোষনা করেনি। জনগনকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
Site Admin | October 27, 2025 9:41 PM
সরকার, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি ভিডিও ভুয়ো বলে খারিজ করে দিয়েছে।