সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন।। এর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক আয় বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। শ্রীমতী সীতারমন গতকাল লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই কথা জানান। তিনি বলেন, সরকার প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর জন্য মজুত আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী বলেন, এই পদক্ষেপগুলির ফলে গড় খুচরা মুদ্রাস্ফীতির হার ২০২৩-২৪ সালে ৫ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২০২৪-২৫ সালে ৪ দশমিক ৬ শতাংশ হয়েছে। গত ছয় বছরের মধ্যে এটি সর্বনিম্ন।
Site Admin | July 22, 2025 1:19 PM
সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন
