মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 13, 2025 5:54 PM

printer

সরকার , বিভিন্ন জাতীয় পেনশন প্রকল্পগুলিকে আগামীদিনে একটি ছাতার নীচে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে।

সরকার , বিভিন্ন জাতীয় পেনশন প্রকল্পগুলিকে আগামীদিনে একটি ছাতার নীচে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। রাজ্যসভায় আজ অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেন, বিভিন্ন  অসংগঠিত ক্ষেত্রের  সঙ্গে  যুক্ত ব্যক্তিদের জন্য দেশে একাধিক পেনশন প্রকল্প  রয়েছে।  এই প্রকল্প গুলির মধ্যে আছে,  অটল পেনশন যোজনা, পি এম শ্রমিক মন্থন এবং পি এম শ্রমযোগী মন্থন। তিনি বলেন, এর  মাধ্যমে প্রায় ছ-কোটি মানুষ উপকৃত হচ্ছেন। ষাট বছর বয়সী ব্যক্তিরা, এই প্রকল্পগুলির মাধ্যমে মাসে তিনহাজার থকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ পাচ্ছেন।

 তিনি আরও বলেন, আশি কোটির মত মানুষ বিনামূল্যে খাদ্য শস্য পাওয়ার প্রকল্পে লাভবান হচ্ছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।