মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 5, 2025 7:05 PM

printer

সরকার, বিদেশে বসবাসকারী ভারতীয়দের কল্যাণে দায়বদ্ধ বলে কেন্দ্র জানিয়েছে।

সরকার, বিদেশে বসবাসকারী ভারতীয়দের কল্যাণে দায়বদ্ধ বলে কেন্দ্র জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে অস্ট্রেলিয়ায় ভারতীয়দের বিরুদ্ধে ঘটা প্রতিবাদ বিক্ষোভের ইস্যুতে একথা জানান। তিনি বলেন, গত ৩১ শে আগস্ট অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অভিবাসী বিরোধী আন্দোলন হয়। ভারতীয় হাইকমিশনার এবং কনস্যুলেট জেনারেল সেদেশের সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। অস্ট্রেলিয়ার বহুমুখী সাংস্কৃতিক পরিচয়কে সমর্থন জানিয়ে ঐ দেশের সরকার ও বিরোধী পক্ষের একাধিক নেতা নেত্রী তাদের বক্তব্য পেশ করেছেন। শ্রী জয়সওয়াল জানান, এই ইস্যুতে ভারতীয় সম্প্রদায়ের অবদান প্রশংসনীয় বলেও উল্লেখ করেছেন তারা।

একইসঙ্গে শ্রী জয়সওয়াল মার্কিন অর্থনীতিবিদ, হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর সাম্প্রতিক মন্তব্য খারিজ করে দেন। ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপের প্রেক্ষিতে পিটার নাভারো দাবি করেন, ভারতীয় নাগরিকদের অর্থে দেশের ব্রাহ্মন সমাজ উপকৃত হচ্ছেন। সেই অভিযোগ খারিজ করে দিয়ে আজ শ্রী জয়সওয়াল বলেন, এই ধরনের মন্তব্য অসত্য এবং বিভ্রান্তিকর।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।