সরকার দেশ জুড়ে অভূতপূর্ব গতিতে মাদক চক্র ভাঙার প্রচেষ্টা চালাচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (NCB) এবং দিল্লি পুলিশের যৌথ অভিযানে দল সম্প্রতি নতুন দিল্লিতে ৩২৮ কিলোগ্রাম মেথামফেটামিন বাজেয়াপ্ত হয়েছে, যার মূল্য ২৬২ কোটি টাকা। অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেসের অধীনে এই অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাদকমুক্ত ভারত গঠনে লক্ষ্য পূরণের পথে এটি একটি গুরুত্বপূর্ন সাফল্য।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গোয়েন্দা তথ্য ও নজরদারির মাধ্যমে প্রাপ্ত খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেস-এর উদ্দেশ্য মাদক পাচার এবং বিক্রি আটকানো।