সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ২ হাজার ড্রাইভিং ট্রেনিং স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গড়করি বলেন এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলি দেশের পিছিয়ে পড়া ও উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে খোলা হবে। এর ফলে সেখানকার যুব সম্প্রদায়ের মধ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, দেশে ২২ লক্ষ গাড়ি চালকের ঘাটতি রয়েছে। এই সমস্ত ট্রেনিং স্কুলগুলি দক্ষ চালকের অভাব পূরণ করবে। সড়ক দুর্ঘটনা কমাতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়ে শ্রী গড়করি সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন।
Site Admin | June 17, 2025 8:00 AM
সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ২ হাজার ড্রাইভিং ট্রেনিং স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে।
