মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 8, 2024 9:23 PM

printer

সরকার জানিয়েছে, অমরনাথ যাত্রীদের কাছে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ পরিষেবা পৌঁছে দিতে টেলিকম পরিকাঠামো ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।

সরকার জানিয়েছে, অমরনাথ যাত্রীদের কাছে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ পরিষেবা পৌঁছে দিতে টেলিকম পরিকাঠামো ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। যাত্রাপথে নিরন্তর কভারেজ বজায় রাখতে টেলিযোগাযোগ দপ্তর, এয়ারটেল, বিএসএনএল এবং রিলায়েন্স জিওর মতো বড় পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে জোট বেঁধেছে।  এয়ারটেল, রিলায়েন্স জিও এবং বিএসএনএলের মোট ৮২টি সাইট একযোগে কাজ চালাবে। এর মধ্যে ৩১টি নতুন । ২০২৩ এ এর সংখ্যা ছিল ৫১। লখনপুর থেকে কাজিগুন্দ এবং কাজিগুন্দ থেকে পহেলগাঁও ও বালতাল রুটের সর্বত্র টুজি, থ্রী জি এবং ফোর জি পরিষেবা পাওয়া যাবে। কিছু কিছু জায়গায় ফাইভজিও পাওয়া যাচ্ছে।