সরকার হোয়াইট গুডস্ বা গৃহস্থালির কাজে ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রপাতির জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্প PLI-এর চতুর্থ দফায় পাঁচটি কোম্পানীকে নির্বাচিত করেছে। এগুলিতে বিনিয়োগের জন্য ৮৬৩ কোটি টাকা ধার্য করা হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই পাঁচটি কোম্পানী এয়ার কন্ডিশনারের বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকে। ২০২৭-২৮ আর্থিক বছরের মধ্যে ৮ হাজার ৩-শো কোটি টাকারও বেশি উৎপাদন এবং ১ হাজার ৭-শো ৯৯-টি অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চতুর্থ রাউন্ডে মোট ১৩-টি কোম্পানী আবেদনপত্র জমা দেয়। তার মধ্যে এই পাঁচটিকে বেছে নেওয়া হয়েছে। এই নিয়ে হোয়াইট গুডসের জন্য PLI-এর আওতায় মোট ৮৫-টি কোম্পানীকে নির্বাচন করা হল। এগুলিতে ১১ হাজার ১-শো ৯৮ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকার উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
Site Admin | January 24, 2026 12:26 PM
সরকার গৃহস্থালির কাজে ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রপাতির জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্প PLI-এর চতুর্থ দফায় পাঁচটি কোম্পানীকে নির্বাচিত করেছে